দেবব্রত পাল বাপ্পী, লাকসাম :
কুমিল্লার লাকসামে গতকাল মঙ্গলবার বিকেলে ১৮ এপ্রিল ২০২৫ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমণ উপলক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতগঞ্জ ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ড.সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও কুমিল্লা জজ আদালতের নরী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, লাকসাম পৌরসভা জামায়েতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মোঃ নূরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম সহ ইসলামী ছাত্রশিবির হাজারো নেতাকর্মী সহ গন্যমান্য লোকজন।
প্রধান অতিথি কুমিল্লা দক্ষিন জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ড.সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বক্তব্যে বলেন, লাকসামে কোন চাঁদাবাজের ঠাঁই নেই এবং আমরা হতে দিব না। আমরা ঐক্য মুক্ত চাঁদাবাজ চাই, লাকসামে কোন সন্ত্রাসী থাকতে পারবে না। লাকসামে ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ন ভাবে ব্যবসা বানিজ্য করতে পারবে আমরা তা চাই। তাই আগামী ১৮ এপ্রিল লাকসাম পাইলট স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে আপনার সবাই সম্মেলনে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করলাম।