নিজস্ব প্রতিবেদক :
স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বাঁধন নাঙ্গলকোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার বিকেলে চিলপাড়া-মন্তলির বিয়েবাড়ি কাবাব হাউজে অনুষ্ঠিত হয়। রক্তের বাঁধন নাঙ্গলকোটের সহ.সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কাজী জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তের বাঁধন নাঙ্গলকোটের উপদেষ্টা ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন। রক্তের বাঁধন নাঙ্গলকোটের পরিচালনা পর্ষদ সদস্য আরিফুর রহমান শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তের বাঁধন নাঙ্গলকোটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,রক্তের বাঁধনের নির্বাহী পরিচালক ইঞ্জি.তানভির হোসেন সুজন, বেনিফিটস ফর উম্মাহর পরিচালক ও শিহর জমিরিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি সাজ্জাদ হোসেন রাহাত,স্বেচ্ছাসেবী সংগঠন মশাল এর সভাপতি ও রক্তের বাঁধনের পরিচালক ডা.নজির নোবেল,স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় এর পরিচালক ও রক্তের বাঁধনের সদস্য শাহজাহান আজাদ, জুনায়েদ রাফি, রক্তের বাঁধনের নির্বাহী সদস্য ইঞ্জি.হাসান কবির, ইস্রাফিল হোসেন, সাইয়্যেদ মোহাম্মদ রুবেল, আব্দুল কাইয়ুম, সাংবাদিক নাঈম উদ্দিন, রায়হান, আরাফাত, প্রমূখ।