এম এম ইউসুফ আলী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লার অসুস্থ পিতা আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লাকে দেখতে গত ২ এপ্রিল বুধবার তাঁর গ্রামের বাড়ি বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের মোল্লা বাড়িতে গেলেন নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় তারা ওনার পিতার শারীরিক বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজু, অফিস সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া আজিম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ আহমদ মজুমদার, ক্রিড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন, প্রেসক্লাব সদস্য মাওলানা মোঃ ইউসুফ আলী সহ প্রমুখ।
উল্লেখ্য প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লার পিতা দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত কারনে অসুস্থ হয়। ওনাকে ঢাকার শাহবাগের বারডেম জেনারেল হাসপাতলে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় বর্তমানে উনার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো রয়েছে।
প্রেসক্লাব সভাপতি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ওনার বাড়িতে তার অসুস্থ পিতাকে দেখতে যাওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তিনি নাঙ্গলকোট উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন যেন মহান আল্লাহ তাআলা তার পিতাকে পূর্ণ সুস্থতা দান করেন।