নাঙ্গলকোট প্রতিনিধি:
গত ৭ এপ্রিল সোমবার বিকেলে বাংলাদশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ডঃ মুহাম্মদ সালাউদ্দীন সিদ্দিকী, নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ হারুনপুর রশিদ, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন, নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইয়াসিন,
নাঙ্গলকোট উপজেলা জামাতের সাবেক আমির মাস্টার আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজীসহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরাইলের পণ্য বয়কটের ঘোষণা দেন এবং জাতিসংঘের কর্তৃক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান।