স্টাফ রিপোর্টার:
ছারছীনার পীর ছাহেব কেবলার নির্দেশক্রমে সারাদেশের ন্যায় বাংলাদেশ জমইয়ত, যুব ও ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় নিরহি মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরচিত গনহত্যা হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গত ৭ এপ্রিল সোমবার সকালে নাঙ্গলকোট পৌর শহরের বটতলা চত্বর অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ যুব হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা জমইয়তে হিযবুল্লার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের, যুব হিযবুল্লাহর নাঙ্গলকোট উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন মনিরী, মাওলানা মুফতি হাবিবুর রহমান, কুমিল্লা জেলার ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, মুফতি ইমাম হোসাইন, মোহাম্মদ নজরুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা জমইয়তে হিজবুল্লার সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সেক্রেটারি মাস্টার সরোয়ার আলম, উপজেলা ছাত্র হিযবুল্লাহ হওয়ার সভাপতি মোঃ মতিউর রহমান, সাবেক সেক্রেটারী ইফতেখার হোসেন, পৌরসভা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ কয়েক হাজার সাধারণ জনগণ বিক্ষোভ সমাবেশ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়। বক্তাগণ ইসরাইলের পণ্য সমগ্র মুসলিম জাতিকে বয়কট করার অনুরোধ জানান। এবং ফিলিস্তিন কে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে জাতিসংঘ থেকে ঘোষণার দাবি করেন।