• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন
সর্বশেষ
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

জনপ্রতিনিধির সংসার চলে ভিক্ষা করে

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির সদস্য পেয়ারা বেগম (৪৫)। জনপ্রতিনিধি হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জনগণের কাছেই হাত পাতেন এই নারী। ভিক্ষার টাকায় সংসার চলে তার। নেতৃত্ব দেন তিনটি ওয়ার্ডের, অথচ নিজেরই মাথা গোঁজার ঠাঁই নেই। পেয়ারা বেগম জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য গ্রামের আলি আহমেদের স্ত্রী। বর্তমানে উপজেলার শ্রীহাস্য বাজারের পূর্ব পাশে মোকরা ইউপির চাঁন্দগড়া গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তির জায়গায় নড়বড়ে টিনের ঘর করে এক প্রতিবন্ধী ছেলেসহ ৪ সন্তান নিয়ে বসবাস করেন এই ভূমিহীন জনপ্রতিনিধি।
জানা যায়, ১৯৯৯ সালে পেয়ারা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আড়াই বছর পর একটি পুত্র সন্তান জন্ম দিলেও ভাগ্যের নির্মমতায় ছেলেটি শারীরিক প্রতিবন্ধী হয়। সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে নিজের স্বামীর থাকা সর্বশেষ ৬ শতক জায়গা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। এরপর হাতে তুলে নেন ভিক্ষার থালা। হয়ে যান ভূমিহীন। ২০২২ সালে স্থানীয় সরকার নির্বাচনে জোড্ডা পূর্ব ইউপির সংরক্ষিত মহিলা আসন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তিন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন পেয়ারা বেগম। নির্বাচনে জয়ী হলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি তার। নিয়মিত ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষ করে নিজের ও সন্তানদের রুটিরুজির তাগিদে বের হয়ে যায় ভিক্ষার থালা নিয়ে। পেয়ারা বেগমের বড় ছেলে পেয়ার আহমেদ (২৩) শারীরিক প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধী ভাতা মিলছে না তার। ট্রেনে ট্রেনে ভিক্ষা করে সংসারের কিছুটা ভার নিজের কাঁধে তুলে নেন এই প্রতিবন্ধী যুবক। জনপ্রতিনিধি পেয়ারা বেগম জানান, বিয়ের পর প্রথম সন্তান প্রতিবন্ধী হয়েছে, চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খেয়ে নিরুপায় হয়ে ভিক্ষার থালা হাতে তুলি। নির্বাচনে জয়ী হয়েও সৎপথে থেকে জনগণের সেবা করে যাচ্ছি। আবার এই জনগণের কাছেই হাত পেতে সহযোগিতা নিয়ে চার সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে সংসারের ঘাঁটি টানতে হচ্ছে। স্থানীয় ও গণমাধ্যমকর্মী মো. শাহাদাত হোসেন বলেন, পেয়ারা বেগমের সততা এবং সরলতা এই এলাকার মানুষকে মুগ্ধ করেছে, তাই জনগণ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। কিন্তু জনপ্রতিনিধি হয়েও নিজের ভাগ্যে পরিবর্তন করতে পারেননি তিনি, তাই এখনও ভিক্ষা করেই চলছে তার সংসার। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, পেয়ারা বেগমের পরিবারের এমন অস্বচ্ছলতা বিষয়টি আমার অজানা। খোঁজ খবর নিয়ে সরকারি খাসের জায়গায় তার পুনর্বাসন ব্যবস্থা করবো। পাশাপাশি তার যেনো ভিক্ষার প্রয়োজন না হয় সেদিকেও লক্ষ রাখবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা