নাঈম উদ্দিন, নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটের প্রাচীন ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আইএফএস’র উদ্যোগে বুধবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক সাড়া জাগানো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইএফএস এর সভাপতি কাজী জগলুল আকবর শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। আইএফএস এর পরিচালক এএসএম আমিনুল হক মাওলা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেন, মক্রবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সামাজিক সংস্কৃতিক সেচ্ছাসেবী সংগঠন সমূহের জোট ঠিকানার সভাপতি বশিরুজ্জামান খান, আইএফএস পরিচালক ও অদিতি লিমিটেড এর স্বত্বাধিকারী নুরুল আলম নুরু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল হাসান,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাঙ্গলকোট পৌরসভা সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, আইএফএস পরিচালনা পরিষদ সদস্য আফজাল হোসেন মিয়াজি, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ সভাপতি মোবারক হোসেন,মাওলানা হারুনুর রশিদ,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাঙ্গলকোট শাখার ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।
প্রতি বছরেই এ ইফতার অনুষ্ঠান পালিত হয়ে আসলেও এবারেই আলোচিত ও আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে আইএফএস এর বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের কে সংবর্ধনা ও অবিভাবকদের কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নাঙ্গলকোটের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক,সামাজিক রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও নানা আইটেমের বাহারি ইফতার এই অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। সবশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যান কামনা করা হয়।