মনোহরগঞ্জ প্রতিনিধি:
রাজনীতিবিদ, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামের সম্মানে কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজনেস ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য মু. জয়নাল আবেদীন পাটোয়ারী। সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা নুররুন্নবী।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ মোহাম্মদ উল্লাহ, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, খিলা ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি মাসুদুর রহমান, মৈশাতুয়া ইউনিয়ন আমীর মহি উদ্দিন, সেক্রেটারি নুরুল আমীন, নাথের পেটুয়া ইউনিয়ন আমীর আবদুল গোফরান, সেক্রেটারি মাওলানা আবদুল ওহাব বাইশগাঁও ইউনিয়ন আমীর গাজী সাইফুল বারী তুহিন, সেক্রেটারি কাজী আনিছুর রহমান, হাসনাবাদ ইউনিয়ন আমীর মাওলানা মোতালেব হোসাইন, সেক্রেটারি মোঃ তোফায়েল আহমেদ, সরসপুর ইউনিয়ন আমীর মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি বিডিআর (অবঃ) আবদুল মান্নান, লক্ষণপুর ইউনিয়ন আমীর খায়রুল জাহান বাশার, সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, দক্ষিণ ঝলম ইউনিয়ন আমীর সাইফুল ইসলাম সালেহী, সেক্রেটারি জিহাদুল কবির, বিপুলাসার ইউনিয়ন আমীর মাওলানা জাকারিয়া, সেক্রেটারি ডাঃ আবদুর রব, ঝলম (উত্তর) ইউনিয়ন আমীর মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম মাহমুদি, উত্তর হাউলা ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি আমীমুল এহসান গাওহার।