মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারে অবস্থিত হযরত ফাতেমা রা. মহিলা মাদ্রাসার ৬ জন হাফেজা ছাত্রী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইফতার মাহফিল বৃহস্পতিবার (২০ মার্চ) মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মাদরাসার উপদেষ্টা মাওলানা শামছুল আলম, মাওলানা আবুল খায়ের, হাফেজ বেলায়েত হোসেন, উপজেলার বিপুলাসার ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ফারুকী, সাবেক অধ্যক্ষ একেএম মহিউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ, ইসলামী ব্যাংক পিএলসি বিপুলাসার উপশাখার ব্যবস্থাপক নুরুন্নবী, বিপুলাসার ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা জাকারিয়া ভূঁইয়া, নাথেরপেটুয়া দারুল আমান মাদরাসার চেয়ারম্যান মাওলানা মোশারফ হোসেনসহ অনেকে।
২০২১ সালে হযরত ফাতেমা রা. মহিলা মাদরাসাটির পথচলা শুরু হয়। দক্ষ শিক্ষকমন্ডলী ও শিক্ষাবান্ধব পরিবেশের পাশাপাশি উন্নত শিক্ষাব্যবস্থার ফলে স্বল্প সময়ে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।