নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে বাতুপাড়া দীঘির মাটি বিক্রি করে সড়ক ও জনপদের সড়কে মাটি পেলে সড়ক নষ্ট করে মাটি বিক্রি করছেন মাটি ব্যাবসায়ী জহির। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা। অভিযান পরিচালনা করেন, এসময় টাক্টর ও ভ্যাকুমেশিন দিয়ে মাটি কেটে বিক্রিকালে প্রশাসনকে দেখে টাক্টর ও ভ্যাকু মেশিন চালক পালিয়ে যায়।প্রশাসন চলে আসার পর ফের চালু করে মাটি বিক্রি করে। স্হানীয়দের প্রশ্ন জহিরের খুটির জোর কোথায়।অভিযানের সময় মাজিস্ট্রেটের সামনে জহির দাড়িয়ে থাকলে তাকে ঐ সময় জিজ্ঞেস করলে সে মাটি বিক্রির সঙ্গে জড়িত নয় বলে জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক,দৈয়ারা, বাতুপাড়া গ্রামের কয়েকজন জানান দৈয়ারা গ্রামের মাটি ব্যাবসায়ী জহির দীঘির অর্ধেক মাটি ২০ লাখ টাকার বিনিময়ে কিনেন।কয়েকদিন ধরে এ মাটি বিক্রির ফলে নাঙ্গলকোট ঢালুয়া সড়ক,ও বাতুপাড়া – গোত্রশাল সড়কের চারপাশে বসবাসরত মানুষজন ধূলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঘরে থাকাও দায়।মানুষজন চলাচল করতে সমস্যা পড়ছেন ,স্হানীয়রা আরও জানায় জহির দোকানগুলোতে দাম্বিকতার সহিত বলে ইউএনও ও থানার ওসিকে মোটা অংকের টাকার বিনিময়ে ,ও স্হানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে মাটি বিক্রি করছি কেউ আমার কিছুই করতে পারবেনা।প্রশাসনের দায়সারা অভিযানের ফলে কোটি টাকায় নির্মিত সড়কগুলো অল্প কিছুদিনের মধ্যে সড়ক গুলো নষ্ট করে দিচ্ছেন।এসব মাটি বিক্রি বন্ধে উর্দতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানায় একলাবাসী।