নাঙ্গলকোট প্রতিনিধি:
“সবার আগে বাংলাদেশ ” এ স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাঙ্গলকোটের পরিবার গুলোর মাঝে রমজানের উপহার হিসাবে ইফতার সামগ্রী পৌঁছে দিয়াছেন । বুধবার আবদুল গফুর ভূঁইয়া নিজের উদ্যোগে ইফতার সামগ্রী নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাঙ্গলকোটের পরিবার গুলোর বাড়ীতে হাজির হয়। এসময় তার সাথে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর, সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুলসহ আরো অনেকে। ইফতার সামগ্রী নিয়ে বাড়ীতে উপস্হিত হওয়ায় পরিবার গুলোর পক্ষ থেকে আবদুল কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।