• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নাঙ্গলকোট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত সামাজিক রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শুক্রবার চিলপাড়া মন্তলী বিয়ে বাড়ী রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনয়ন সভাপতি মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।
জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারী মুহাম্মদ ফয়সাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার সহঃ সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ও নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢাকা জজ আদালতের এপিপি এডভোকেট জামাল হোসেন, প্রকৌশলী মিনহাজুল আবেদিন বাসির, ঢাকা নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সহ অধ্যাপক আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার রুহুল আমিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইব্রাহীম খলীল, নাঙ্গলকোট কারিগরি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক আবু জাফর সালেহ, জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারী আ ন ম নুরুন্নবী প্রমুখ।
এ সময় সামাজিক-রাজনৈতিক,শিক্ষক, সাংবাদিক,ডাক্তার,ইন্জিনিয়ার,আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সরস উপস্থিতিতে ইফতার মাহফিলকে প্রানবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা