লাকসাম প্রতিনিধিঃ
বিএনপির মহাসচিবের জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ছাত্রদল নেতা নাহিদের কবর জিয়ারত ও পরিবারের পাশে নগদ অর্থ দিয়ে দাঁড়িয়েছেন লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিবের এমন দৃষ্টান্ত অনন্য।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ও লাকসাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব আজ ১৯ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হাসনাবাদ ইউনিয়ন তরপাইয়া গ্রামের ছাত্রদল নেতা নাহিদ গত ২০ ফ্রেবুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসাম জনসভা যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকায় ধানমন্ডি একটি প্রাইভেট হসপিটালে দীর্ঘ একমাসের বেশি সময় লাইফ সার্পোট থাকার পর গতকাল ১৮ মার্চ মৃত্যু বরণ করেন।
হতদরিদ্র কৃষককের ছেলে নাহিদ পরিবারের ৫ ভাই – বোনের সবার বড় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ উজ্জীবিত জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে কড়িয়ে পড়েন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জনসভায় যাওয়ার পথে লাশ হয়ে বাড়ি ফিরলো। তার বাবা মা ছেলের শোকে এমন মৃত্যু পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। নিহত নাহিদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাতদল নেতা মাইন উদ্দিন শাকিব। তিনি নিহতের পরিবারকে ছাত্রদলের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন এনং পরিবারের খোঁজ খবর নেন।
মাইন উদ্দিন সাকিব বলেন, জাতীয়তাবাদী আর্দশ বিশ্বাসী সকলকে আহবান করছি সবাই নাহিদের পরিবারের পাশে নিজ নিজ অবস্থান থেকে পরিবারের পাশে থাকার আহবান জানান। একই দিন সরসপুরে ভাউপুরে যুবদল নেতা জয়নাল আবেদীনের কবর জিয়ারত করেন মাইন উদ্দিন সাকিবের নেতৃত্বে ছাত্রদলের নেতারা।