নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে ফসিল জমি থেকে পায় ১৭ ফুট মাটি বিক্রি করছেন উপজেলার হেসাখাল ইউপির শকুনতলা গ্রামের শামসুল হক নামের এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি বিক্রি করে আসতেছে।
সম্প্রতি প্রশাসন ওই স্থানে ভ্যাকু মেশিন ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে কিছুদিন বন্ধ থাকে মাটি কাটা। ফের ওই ফসলি জমি থেকে মাটিকাটা শুরু করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বুধবার অভিযান পরিচালনা করে, এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি খেক্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে অভিযানে থাকা প্রশাসনের কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। পায় ১৭ ফুট গভীর ভাবে ফসলি জমিটি খনন করে, এতে বৃষ্টি হলে পাশের জমি গুলো ধ্বসে পড়তে খননকৃত জমিতে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মিল্টন চাকমা বলেন, মাটি খেক্যুদের বিরুদ্ধে অভিযান অব্যহৃত থাকবে।