দেলোয়ার হোসেন, লাকসামঃ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে লাকসামে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও শাফায়াত উল্লাহ রাকিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ লাকসামের কুমিল্লা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় লাকসাম পৌরসভা জামায়তে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটর এডভোকেট বদিউল আলম সুজন।
বক্তব্য রাখেন, পৌরসভা জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি নুরে আলম, লাকসাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একে এম শাহ আলম, ইসলামী ব্যাংকের এভিপি মোঃ সানাউল্লাহ, খোরশেদ আলম তুহিন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান দুলাল, আরিফুর রহমান স্বপন, মিজানুর রশিদ, লাকসাম প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, জাফর আহমেদ, আব্দুর রহিম,
জসিম উদ্দিন সহপ্রমুখ। এসময় রমাদান উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের উপহার সামগ্রী দেওয়া হয়।