লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণ আয়োজনে লাকসামে স্বামীকে আটক রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও ধর্ষকের বিচার দ্রæত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম পৌর অডিটরিয়াম সংলগ্ন সমাবেশের পর শেষ হয়। এসময় বক্তব্য রাখেন – সোহেল, কাকন, লাকসাম গালর্স স্কুল সিনিয়র শিক্ষিকা রবিতা বড়–য়া, সাধারণ সম্পাদক রাসেল, রাফি, রিফাত, মিনহাজ, জামায়াত নেতা জাহিদ সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।