নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে ২ হাজার ১৩ জন হত দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৌকরা ইউনিয়নের ৯ ওয়ার্ডের সবকটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
মৌকরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান মজুমদার বলেন,ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে ২ হাজার ১৩ জন হত দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এসময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।