• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন
সর্বশেষ
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-২

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জাফর আহমেদ:
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে ৬ মার্চ দৈনিক আজকের জীবন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে দিন-রাত পুরনো হিসাব মিলানোর কাজ করছে স্কুলের অফিস সহায়ক মাহবুব সহ তার সহকর্মীরা। বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে সরজমিনে গিয়ে দেখা গেছে প্রধান শিক্ষকের কক্ষের বাহিরে তালা লাগিয়ে ভিতরে দিন-রাত ওই হিসাব মিলানোর কাজ চলছে। অন্য একটি রুমের ভিতর দিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা যায় চারজন মহিলা শিক্ষিকা প্রাথমিক শাখার হিসাব মিলানোর কাজে ব্যস্ত এবং অফিস সহায়ক মাহবুব মাধ্যমিক শাখার হিসাব মিলানোর কাজ করছেন।খবর পেয়ে উক্ত রুমে প্রধান শিক্ষক এসে উত্তেজিত ভাব দেখান। প্রধান শিক্ষক এসে পড়ায় পুরনো হিসাব মিলানোর কাজে ব্যস্ত থাকা অফিস সহায়ক ও প্রাথমিক শাখার শিক্ষিকারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা কোন কথা বলতে চাননি। কোন প্রশ্ন করলে প্রধান শিক্ষক নিজেই আগ বাড়িয়ে উক্ত প্রশ্নের গোঁজামিলের উত্তর দেওয়ার চেষ্টা করেন। পুরনো হিসাব মিলানোর ছবি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
সূত্র জানিয়েছে, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নিমিত্তে তিন সদস্যের একটি অডিট কমিটি গঠন করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। ১৩ ফেব্রুয়ারি গঠিত ওই অডিট টিম ১০ কার্য দিবসের মধ্যে অডিট রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস গঠিত কমিটিকে তথ্য দিয়ে সহায়তা করছেনা বলে জানা গেছে। একারণে অনিয়ম দুর্নীতি তদন্তে ব্যঘাত সৃষ্টি হয়েছে বিধায় উক্ত কমিটি তদন্ত করবেনা বলে কমিটির আহ্বায়ক, লাকসাম উপজেলা পরিসংখ্যান অফিসার খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন খবর শুনেছি । পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ দেখেছি। প্রকাশিত খবর তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি এবং শিক্ষা বোর্ডে এবিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ পত্রিকায় দেখেছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশ দিয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে। অডিট কমিটির আহ্বায়ক, লাকসাম উপজেলা পরিসংখ্যান অফিসার খন্দকার মাসুম বিল্লাহ বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিট করার জন্য আমাকে আহবায়ক করে ৩ সদস্যের কমিটি করেছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কিন্তু অডিট কাজে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা না করায় অডিট না করে প্রতিবেদন দিয়েছি। একজন ছাত্রী অভিবাবক মোঃ নিজাম উদ্দিন বলেন, উক্ত প্রতিষ্ঠানে অতীতে অনেক দুর্নীতি হয়েছে। এখন আর দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি প্রতিরোধে সোচ্চার ভূমিকা রেখে আসছি ভবিষ্যতেও রাখবো। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি তিনিও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা নিচ্ছেন। আশা করি এই স্কুল থেকে দুর্নীতির মূলউৎপাটন করা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা