• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন
সর্বশেষ
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটুক্তির প্রতিবাদ লাকসামে জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু! বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা লাকসাম আউশপাড়া দরবারের পীর মাও. তাহের হুজুরের দাফন সম্পন্ন লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিজয়পুরের যে হাটে অর্ধশত বছর ধরে বিক্রি হয় ‘শ্রম’ মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন লালমাইয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল লাকসামের নবাব বাড়ি ১০ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে এক প্রবাসীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিপুলাসার মধ্য বাজারে সৌদী প্রবাসী মনির আহম্মদের উপর হামলা হামলা চালিয়ে আহত করে একই ইউনিয়নের জাওড়া গ্রামের রফিকের ছেলে মোঃ সোহেল। এ ঘটনায় প্রবাসী মনির আহম্মদ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
প্রবাসী মনির আহম্মদ ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে আসলে বখাটে সোহেল ‘এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবে’ বলে প্রবাসী মনির আহম্মদকে শাসায়। বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসী তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাওয়াকালে বিপুলাসার মধ্য বাজারে প্রবাসীকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত প্রবাসীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
সৌদী প্রবাসী মনির আহম্মদ জানান, সম্প্রতি আমি ছুটিতে দেশে আসি। ৮/১০ দিন আগে জাওড়া গ্রামের মোঃ রফিকের ছেলে মাদক ব্যবসায়ী বখাটে মোঃ সোহেল (৩০) পূর্ববাজার রোডে আমার পথরোধ করে ‘এলাকায় থাকলে হলে চাঁদা দিতে হবে’ বলে আমাকে শাসায়। আজ (বৃহস্পতিবার) দুপুরে আমার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাজারে ডাক্তারের কাছে যাই। পথিমধ্যে মধ্য বাজারে সে ‘টাকা দেয়া ছাড়া বাজারে কেন এলাম’ এ কথা বলে আমার উপর অতর্কিতে হামলা চালায়। এসময় সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি মারাত্মক আহত হই। পাশে থাকা আমার স্কুল পড়ুয়া মেয়ে ভয়ে আতংকিত হয়ে পড়ে। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। কোন অপরাধ না করেও হামলার শিকার হলাম। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
সৌদি প্রবাসী মনির আহম্মদ আরো বলেন, স্থানীয় জাওড়া গ্রামের একাধিক মাদক মামলার আসামী রফিকুল ইসলামের ছেলে সোহেল চাঁদা না দেয়ায় আজ আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। কাল অন্য কারো উপর হামলা করবে। বখাটে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকার লোকজন পরিবার নিয়ে বসবাস করা দায় হয়ে পড়বে।
স্থানীয় একাধিক লোক জানান, বখাটে সোহেল এর আগেও কয়েকজনকে মারধর করেছে। চাঁদা না দেয় অনেকের দোকানে তালা দেয়ার অভিযোগ রয়েছে। তার বখাটেপনায় এলাকার লোকজন অতিষ্ঠ।
স্থানীয় নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, বখাটে সোহেলের বিরুদ্ধে ১৯৯৮ সালে তার নিজ গর্ভবতী ফুফুকে গুলি করে হত্যা করার বিষয় এলাকার লোকজনের মুখে মুখে। বিপুলাসার বাজারে জসিমের রড-সিমেন্ট দোকানে হামলাসহ কয়েকবার তালা লাগিয়ে দেয় সে। এছাড়া চাঁদা না দেয়ায় বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে। তার যন্ত্রণায় এলাকাবাসী অস্বস্তিতে রয়েছে। তিনি বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা