নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) কান্দিরপাড় মৃর্ধাবাড়ী জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। ওয়ার্ড জামায়াতের সভাপতি মহিউদ্দিন সানীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, স্থানীয় ওয়ার্ড সহ-সভাপতি আজাদুর রহমান পিরন। এ সময় ইউনিট সভাপতি সৈয়দ আহমেদসহ জামায়াতের কর্মী-সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লীগণ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।