স্টাফ রিপোর্টার :
১১ই মার্চ, ২০২৫ ঈসায়ী, রোজ মঙ্গলবার দুপুর ২টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ সালাহুদ্দীন শিহাব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহ’র সঞ্চালনায় লাকসাম মডেল মসজিদের সামনে থেকে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ। তিনি বলেন, দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ মহামারী রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
তিনি আরো বলেন, মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র- আসক এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। এমতাবস্থায় ধর্ষণ সহ সকল অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হলে দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার করতে হবে।
সভাপতির বক্তব্যে শাখা সভাপতি সালাহুদ্দীন শিহাব বলেন, মাগুরার শিশু আছিয়ার সাথে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনা যে কারো মনে ক্ষোভের সৃষ্টি করেছে। আছিয়া মিডিয়ায় কল্যানে প্রধান শিরোনাম হলেও এমন হাজারো আছিয়া শিরোনামে আসে না এবং অপরাধী শাস্তি পান না। তাই দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।এতে আর কেউ ধর্ষণের মতো এহেন খারাপ কাজ করার সাহস পাবে না।
বিক্ষোভ মিছিল পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) নেছার উদ্দিন সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা নূরুদ্দীন হামিদী, বর্তমান সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা শাহ মহিউদ্দীন ফিরোজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি হাবীবুন্নবী ইমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ।