লাকসাম প্রতিনিধি:
আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকার উত্তর বাজার নোয়াখালী রেলক্রসিংটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। এখানে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় একাধিক দুর্ঘটনা। এমনি একটি দুর্ঘটনা ঘটেছে ১১ মার্চ (মঙ্গলবার) ভোরে। তবে এ ঘটনায় প্রানহানীর কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেন প্রকল্পের আওতাভুক্ত হলেও বিভিন্ন অজুহাতে পুরো লাকসাম বাইপাস অংশটি দুই লেন সমাপ্ত করে চলে যায় সড়ক ও জনপথ বিভাগ। এতেই দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায় এ সড়কটিতে। একদিকে দুই লেনের কোথায় ডিভাইডার না থাকলেও লাকসাম বাইপাস এলাকার উত্তর বাজার নোয়াখালী রেলক্রসিংয়ের উপর ছোট একটি ডিভাইডার নির্মাণ করায় এখানে বেড়েছে মারাত্মক দুর্ঘটনা। প্রায় সাপ্তাহে এ ডিভাইডারের উপর ৪/৫ টি বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ছোট বড় গাড়িগুলো হঠাৎ করেই উঠে যাচ্ছে ওই ডিভাইডারের উপর। ফলে দুর্ঘটনায় কবলিত হয়ে যানবাহনের চালক ও যাত্রীদের প্রানহানী ঘটছে এ ক্রসিংয়ে।
রাজশাহী থেকে মালামাল নিয়ে আসা ট্রাকচালক সিরাজ মিয়া জানান, এই বাইপাস সড়কের রেলক্রসিংয়ের ডিভাইডারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই দুই লেনের সড়কটিতে কোথাও কোন ধরনের ডিভাইডার নেই। আর এই রেলক্রসিংয়ের উপর যে ডিভাইডারটি দেয়া হয়েছে সেটি রাতের বেলায় দেখা যায়না। ফলে একই সড়ক মনে করে চালকরা ডিভাইডারের উপর গাড়ি তুলে দিচ্ছে। এতে মারাত্মক প্রানহানীর আশঙ্কা রয়েছে। দুই লেনের এই সড়কে কোথাও ডিভাইডার না দিয়ে এখানে এটি দেয়া ঠিক হয়নি। এই ডিভাইডারের কারণে এখানে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে পারে।
পৌর এলাকার গন্ডামারার বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী ইউসুফ মজুমদার বলেন, প্রতিদিন সকালে ও রাতে এই রেলক্রসিং দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। সাপ্তাহে অন্তত ৪/৫ বারই এখানে বাস-ট্রাক দুর্ঘটনায় পড়ে থাকতে দেখি। আজকেও একটি ট্রাক ডিভাইডারের উপর উঠে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে। মাঝেমধ্যে প্রানহানীর খবরও শুনতে পাই। তবে রেলক্রসিংয়ের উপর এই ডিভাইডারটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটি অতিদ্রুত সরিয়ে নেয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান যায়যায়দিনকে বলেন- মূলতঃ ট্র্যাফিক ব্যবস্থার জন্য এখানে ডিভাইডারটি দেয়া হয়েছিল। রেলক্রসিংয়ের ওই ডিভাইডারে দুর্ঘটনার বিষয়ে আমাদের জানা আছে। তবে আমাদের অফিসের লোক পাঠিয়ে সরেজমিনে সার্ভে করে আসার পর অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।