লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটি) পশ্চিম সাহেব পাড়া (কাজী বাড়ী) কাজী সামছুল আলম গংদের বাড়ীর সীমানা প্রাচীর (টিনের বেড়া) ও নির্মানাধীন রান্নাঘর ইটের গাথুনিতে বাধা প্রদান অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ১০ মার্চ (সোমবার) সকালে। ওই বাড়ির আমিনুল ইসলামের পুত্র কাজী ছামির এর নেতৃত্বে গোলাম কিবরিয়া, আব্দুল কুদুচ্ছ, ফখরুল ইসলাম, নার্গিস আক্তার, নাজনিন আক্তার, খাদিজা বেগম, সিয়াম, মাহফুজা বেগম নির্মানাধীন রান্নাঘর ইমারতে বাধা প্রদান করে এবং তাদের টিনের বেড়া ভাংচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ছামির গংদের সাথে কাজী সামছুল আলম গংদের জায়গা জমির বিরোধ ছিল। ভুক্তভোগী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে এলাকায় আসতে পারি নাই মিথ্যা মামলায়। আমি ঢাকায় থাকি। নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কাজী ছামিরের নেতৃত্বে আমার গ্রামের বাড়ি নির্মানাধীন রান্নাঘরে বাধা প্রদান ও সীমানা প্রাচীর ভাংচুর করেছে। খবর শুনে আমি ৯৯৯ কল করি। পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘটনাটি সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানাচ্ছি। সন্ত্রাসীদের ভয়ে আমার পরিবার এখন নিরাপত্তাহীন।
লাকসাম থানার এস,আই আলমগীর হোসেন বলেন, ৯৯৯ নাম্বারে কল পেয়ে আমার নেতৃত্বে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘঁটনাস্থল পরিদর্শন করে। সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।