জাফর আহমেদ :
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগি সংগঠন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ লাকসাম ফুডল্যান্ড রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় এবং পিএফজির সাবেক এম্বাসেডর, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। স্বাগত বক্তব্য রাখেন, পিএফজি এম্বাসেডর মোঃ সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম থানার সেকেন্ড অফিসার (সাব ইন্সপেক্টর) মাসুদুর রহমান, পিএফজি এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, সহিদুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন বাবুল ও যুবদল নেতা মোঃ ওমর ফারুক।
সম্প্রীতি সমাবেশ শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- পিএফজি সদস্য প্রভাষক আহসান হাবিব এবং মোনাজাত পরিচালনা করেন- লাকসাম ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার। অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সকল সদস্য, (ওয়াই পিএজি) সকল সদস্য, সাংবাদিক, স্টুডেন্ট কমিউনিটির শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।