লাকসাম প্রতিনিধি:
লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের পশ্চিম সাহেব পাড়া কাজী বাড়ীর আবদুল কদ্দুসের পূর্বের পারিবারিক কোলাহল ও বাড়ির জমির ঝামেলা নিয়ে একই বাড়ির কাজী সামছুল আলমের বিরোধ ঘটে।
সূত্রে জানা যায়, আবদুল কদ্দুস ও কাজী সামছুল আলম সর্ম্পকে ফুফাতো ভাইয়ের বাতিজা। উল্লেখিত তাদের পূর্বে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রহিয়াছে আবদুল কদ্দুসের বাবা মৃত কাজী আলী আকবর হইতে তাহার পিতার ওয়ারিশ সূত্রে জায়গার মালিক হয়। কাজী সামছুল আলম তাহারা ওয়ারিশ হিসাবে বাড়ীর ১৫ শতক ভূমির মালিক হয়। অভিযোগ সূত্রে জানা যায় উল্লেখিত কাজী সামছুল আলম আবদুল কদ্দুসের ৪ শতক বেশি সম্পত্তি জবর দখল করিয়া মোট ১৯ শতক ভূমি গত কয়েক বছর ধরে জোর জবরদস্থি করে ভোগ দখল করিয়া আসিতেছে। আবদুল কদ্দুস ও কাজী সামছুল আলমের সাথে এই ব্যাপারে আগে অনেক বার বৈঠক হয়। কিন্তু কোনো বারেই কাজী সামছুল আলম বিচার মানেনি এবং জায়গা দখলে রাখে। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে এই ব্যাপারে জানাইলে তাহারা একটি সালিশ ডাকে শালিশে আবদুল কদ্দুসের পাওনা ৪ শতকের বদলে কাজী সামছুল আলম ২.৮৩শতক জায়গা দিতে বলেছে কিন্তু কাজী সামছুল আলমের পাওনা সম্পত্তি ৪ শতক। এটাকে কেন্দ্র করে কাজী সামছুল আলম আবদুল কদ্দুস কে হয়রানি করিয়া আসিতেছে বলে অভিযোগ ছিলো। আবদুল কদ্দুসের দাবি তাহারা এলাকার দেন দরবার বিচার আচার কিছুই মানে না। আমার মালিকীয় সম্পত্তির উপর সাইড ঘরের ওয়াল তোলে এবং আমি বাধা দিতে গেলে কাজী সামছুল আলম প্রাননাশের হুমকিসহ আমার ফেমিলিকে ঐ বাড়িতে থাকতে দিবে না এবং কুড়াল ও সাবল দিয়ে আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে আসে এবং বিভিন্ন ভাবে গালিগালাজ করে। এরপর আমি এলাকার গন্যমান্য লোকজনকে জানাইলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। কাজী সামছুল আলম আমার উপর হামলা ও প্রান নাশের হুমকি দিয়ে উলটো আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে।আমি প্রসাশনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।