মনোহরগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাছিরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। ৯ মার্চ রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ। জানা যায়, ৯ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামে মাদক বিক্রির জন্য অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তার গতিবিধি লক্ষ্য করে, একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১শ ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার সরসপুর ইউপির ভাউপুর গ্রামে। সে ঐ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অভিযানে মনোহরগঞ্জ থানার এস আই মো. আরিফুজ্জামানসহ যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিপূর্বে তার বিরুদ্ধে মনোহরগঞ্জসহ বিভিন্নস্থানে ডাকাতি প্রস্তুতী, চুরি, মাদক ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি