• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডিরেক্টর নাছির উদ্দীন মানিক বিরুদ্ধে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক লাকসামে আ’লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ মনোহরগঞ্জে নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে ইফতার মাহ্ফিল মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-২ মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে- সফিকুর রহমান স্থানীয় ক্ষুদ্র চাষীসহ বিপাকে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকায় নিমসার বাজার ইজারা! কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ
ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডিরেক্টর নাছির উদ্দীন মানিক বিরুদ্ধে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক লাকসামে আ’লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ মনোহরগঞ্জে নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে ইফতার মাহ্ফিল মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-২ মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে- সফিকুর রহমান স্থানীয় ক্ষুদ্র চাষীসহ বিপাকে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকায় নিমসার বাজার ইজারা! কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

টিসিবির স্মার্ট কার্ড বিতরণ নিয়ে ক্ষুব্ধ মনোহরগঞ্জের ১১ হাজার পরিবার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মনোহরগঞ্জ প্রতিনিধি:
স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিতরণের নামে আওয়ামী পুনর্বাসনের চেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠছে উপজেলার ১১ ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর আওয়ামী লীগের আমলে করা টিসিবির তালিকা যাচাই-বাছাই করে নতুন তালিকা করা হয়। নতুন এই তালিকা জানুয়ারি থেকে পণ্য বিক্রির কথা থাকলেও মার্চেও শুরু করতে পারেনি। জানা যায় বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে টিসিবির তালিকায় শুধুমাত্র আওয়ামী পরিবারের সদস্য এবং নামে বেনামে তালিকা করে নামমাত্র পন্য বিক্রি করে বাকিগুলো কালোবাজারে বিক্রি করে দেয়া হতো। স্বৈরাচার হাসিনা পতনের পর নভেম্বর মাসে নতুন করে তালিকা করার নির্দেশনা দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী পুরনো তালিকা যাচাই-বাছাই করে যারা টিসিবির পণ্য পাওয়ার অযোগ্য তাদেরকে বাদ দিয়ে নতুন তালিকা করা হয়। নতুন তালিকায় জানুয়ারি মাস থেকে পণ্য বিক্রির কথা থাকলেও স্মার্ট কার্ডের অযুহাতে বিক্রি বন্ধ রাখা হয়। সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু করে উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে দেখা যায় আওয়ামী আমলের পুরনো তালিকায় সুবিধাভোগীদের নামেই স্মার্ট কার্ড বিতরণ শুরু করে। পুরনো তালিকায় স্মার্ট কার্ড বিতরণের সংবাদে ক্ষুব্ধ হয়ে উঠে টিসিবির সুবিধা থেকে ১৭ বছর বঞ্চিত থাকা সাধারণ মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন প্রশাসনে বসে থাকা আওয়ামী দোসররা আবারো আওয়ামী অপশক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে । এদিকে একে অপরের ওপর দায় চাপাচ্ছেন কর্মকর্তারা। আগের তালিকা সরকার বাদ না দিলে আমাদের করার কিছু নেই।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই উপজেলার ১১ ইউনিয়নে ১০ হাজার ৮৩৫টি টিসিবি সুবিধাভোগী পরিবার রয়েছে। গত নভেম্বর মাসে যাচাই-বাছাই শেষে নতুন তালিকা জমা নেয়া হয়। কিন্তু ১৭ বছর বঞ্চিত থাকা অসহায় পরিবারগুলো স্মার্ট কার্ডের তালিকায় নাম আসেনি।

এনিয়ে ক্ষোভ প্রকাশ করে রিজিয়া বেগম, অহিদুল বেপারী, জাহিদ, ফিরোজা বেগম, খাদিজা, ফাতেমা, আব্দুস সোবহানসহ অনেকেই। তারা বলেন খোঁজ নিয়ে জানতে পারি বিতরণ করা স্মার্ট কার্ডগুলো স্বৈরাচার আমলে সুবিধাভোগীদের নামে। নতুন করে তৈরি করা স্মার্ট কার্ড না থাকায় তাদেরকে দেওয়া হবেনা স্বল্পমূল্যের পণ্য। পরে দুঃখ ভারাক্রান্ত হয়ে বলেন, ১৭ বছর ধরে বঞ্চিত ছিলাম এখনো বঞ্চিত হলে কষ্টের কথা কাকে বলবো। ক্ষোভ জানিয়ে আরো বলেন সরকার পরিবর্তন হলেও তাদের দোসররা পরিবর্তন হয়নি। তারা আওয়ামী অপশক্তিকে পুনর্বাসন করছে। বাজার থেকে চড়া দামে চিনি, তেল, ডাল, ছোলা, চাল কেনা আমাদের মতো গরীব মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তারা বলেন স্মার্ট কার্ড বাদ দিয়ে অথবা নভেম্বরে করা তালিকা অনুসারে বিগত দিনে বঞ্চিত অসহায় পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণের দাবি জানিয়ে আরো বলেন পুরনো তালিকায় স্মার্ট কার্ড বিতরণে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে।

সুবিধাভোগীরা টিসিবি পণ্য নতুন তালিকায় দেওয়া হবে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, নতুন তালিকা আপলোড দেয়া হয়েছে পর্যায়ক্রমে সেগুলোও আসবে, তবে স্মার্ট কার্ড ছাড়া পণ্য দেওয়ার কোনো সুযোগ নেই।

 

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা