মনোহরগঞ্জ প্রতিনিধি :
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের আগমনে ও তাঁর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৮মার্চ) কুয়ালালামপুর আলফা জেনেসিস হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন।
এ সময় তিনি বলেন -মনেহরগঞ্জ উন্নয়ন ফোরামের মাধ্যমে আমরা(মনোহরগঞ্জে) পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। খাদ্যের অভাবে কোন লোক না খেয়ে থাকতে পারবে না, বাসস্থানের অভাবে কোন লোক ঘর ছাড়া থাকতে পারবেনা, অর্থের অভাবে কোন শিক্ষার্থী পড়ালেখা থেকে ছিটকে পড়তে পারবে না, অর্থের অভাবে কোন অসহায় লোক চিকিৎসা বঞ্চিত হতে পারবেনা,এগুলোসহ আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছি।দেশি- বিদেশী সকল বিত্তশালী ব্যক্তিরা আমাদের ফোরামের এ সকল মহৎ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন -আমাদের সকলের প্রাণবন্ত প্রচেষ্টার মাধ্যমে মনোহরগঞ্জকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে চাই। তিনি আরো বলেন -সিয়াম সাধনার মাসে আমরা মহান রবের নৈকট্য লাভের সুযোগ রয়েছে । সে সুযোগ বাস্তবায়নের জন্য আমরা সকলেই চেষ্টা করে যাবো। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে (মালয়েশিয়ায় অবস্থানরত) মোহাম্মদ রবিউল হোসেন, আবু ইউসুফ, আব্দুল হালিম, আরাফাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার বাঙালিরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।