চৌদ্দগ্রাম প্রতিনিধি
ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ শওকত আলী বাবু।
শুক্রবার সন্ধ্যায় এজিবি সরকারি কলোনি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোলাইমান চৌধুরী’র সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শফিকুর রহমান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু বক্কর আশ্রাফী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক মীর হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞানের অধ্যাপক মেজবাহউল ইসলাম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক মোঃ মীর আহমেদ মীরু, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম চৌধুরী, ঢাকাস্থ ব্যাংক সোসাইটির নির্বাহী সদস্য নুরে আলম এলাহী, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্যাহ ভূঁইয়া, ঢাকাস্থ ব্যাংক সোসাইটির নির্বাহী সদস্য নুরে আলম এলাহী, চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা নাজমুল হুদা, নাজমুল হাসান মনির, নুরুল আলম সেলিম, ছাত্রদল নেতা এমরান হোসেন, কোরআন তেলোয়াত করেন ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরাম নেতা জালাল উদ্দীন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা হাই কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আইয়ুব আলী, অধ্যাপক মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সহ যুগ্ম সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোহাব্বতসহ ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।