নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মীর বাড়িতে আগুন দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মক্রবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মক্রবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শাহ জালাল গং ওই গ্রামের রুস্তম আলী ও উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিনের বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে ভাঙচুর করে ও আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে শাহজালাল ক্ষমতার দাপট দেখিয়ে এই জায়গা দখল করে বিক্রি করে দেয়। পরে আমরা বাঁধা দিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। এ জায়গার জেরে মঙ্গলবার রাতে আমার বাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে পরে আগুন জ্বালিয়ে দেয়। অভিযুক্ত শাহজালাল ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।