স্টাফ রিপোর্টার
চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির যুবদল নেতা আব্দুর রহিম যৌথবাহিনির হাতে গ্রেপ্তার। এরআগে ঠিকাদারের কাছে চাঁন্দা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার রাতে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূইয়া গ্রুপের যুবদলকর্মী হেসাখাল ইউপির আজিয়াপাড়া গ্রামের ফাণীছার মেস্ত্রী জসিম উদ্দিনকে এলোমেলো পিটিয়ে গুরুতর আহত করে তার ভাই নাজমুল, তার ছেলে শিহাব, তপৈয়া গ্রামের মেহেদী, মিজান ও গোমকোট গ্রামের নোমান প্রমূখ। এদের বিরুদ্ধে সম্প্রতি তপৈয়া গ্রামের হিন্দু বাড়ির বিবাহের অনুষ্ঠান থেকে ৪ হাজার টাকা চাঁন্দা নেয়ার অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে।