মনোহরগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুমিল্লার মনোহরগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি ও মানববন্ধন করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সমিতির সভাপতি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপজেলার ৫টি ইটভাটার মালিক ও কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ৬টি দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়। ১। ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩)(ঙ)এবং ৮(৩)(খ) উপ-ধারায় “দুরত্ত্ব নির্দিষ্ট” করনের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ভিলন এবং টানেল কিলন এর ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে সুতরাং আমাদের জিগজাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩)(ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩)(খ) এ বনের দুরুত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি। ২। জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, তাহা না হলে আমরা ভ্যাট, ট্যাক্স বন্ধ করে দিতে বাধ্য হবো। ৩। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। ৪। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল করতে হবে। ৫। পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি। ৬। ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দেয়ার দাবী করছি।