রাশেদ হোসাইন
নাঙ্গলকোট উপজেলা আদ্রা দক্ষিন ইউনিয়ন ৩নং ওয়ার্ড পুজকরায় অবস্থিত আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ এর শুভ উদ্ভোদন ও ইফতার মাহফিল ২ মার্চ রোজ রবিবার বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয়েছে। আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ,এম.ডি আবু তৈয়ব তাহমিদ সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক।আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ,এর জি-এম ,কামরুল হাসান মাসুম। আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ জি.এম আহসান হাবীব। মার্কেটিং অফিসার।সাখায়েত হোসেন।আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ শেয়ার হোল্ডার তানবীর হোসেন।আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ জি.এম রাকিব হোসেন।আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ শেয়ার হোল্ডার ফরহাদ হোসেন। আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ মার্কেটিং হেড মাহমুদল হাসান।আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ শেয়ার হোল্ডার তারেক হোসেন। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল আহ্বায়ক প্রত্যাশি, মাহফুজুর রহমান।নুর মোহাম্মদ জোনায়েদ হোসেন।রুবেল হোসেন প্রমুখ।