লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে ওমর ফারুক (৪২) নামে এক সিএনজি অটোরিকশাহ চালককে পিটিয়ে হত্যা করেছে অপর মিশুক অটোরিকশাসহ একদল সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ নামক স্থানে।
জানা গেছে, লাকসামের সীমান্তবর্তী লালমাই উপজেলার ফয়েজগঞ্জ এম.আর ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস নেয়ার পর সেখানে সিএনজি অটোরিকশাটি ঘুরানোর সময় একটি মিশুক রিকশার সাথে ধাক্কা লাগে সিএনজি অটোরিকশার। এতে দুই চালকের কথা কাটাকাটির এক পর্যায়ে মিশুক রিকশার চালক এলাকার দাপট খাটিয়ে লোকজনকে ফোন দিলে ওই এলাকার লোকজন জড়ো হয়ে সিএনজি অটোরিকশা চালক ফারুককে পিটিয়ে হত্যা করে। নিহত ওমর ফারুকের বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ভোলাইন লুধুয়া গ্রামে। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবি করে সিএনজি অটোরিকশা শ্রমিকরা লাকসাম বাইপাস, লুধুয়াসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ সময় ধরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে লাকসাম থানা পুলিশ এসে বাইপাস সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লালমাই থানা পুলিশের ওসিকে একাধিকবার ফোন দেয়ার পর রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।