চৌদ্দগ্রাম প্রতিনিধি
দক্ষিণ কুমিল্লায় এই প্রথম ফ্লাইট লাইটের আলোয় সুশৃঙ্খল ও জমজমাট আয়োজনে ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগ-২০২৫ এর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কর্তাম সান রাইজার্স চ্যাম্পিয়ান ও কর্তাম নাইট রাইডার্স রানার্স আপ হয়। কর্তাম ক্রীড়া চক্রের উদ্যোগে বৃহস্পতিবার রাতে গুণবতী হাইস্কুল মাঠে ৮ম আসরের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন গুণবতী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী ফরায়েজী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ তোফায়েল। কর্তাম ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বার, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ শিপন, মোহাম্মদ শহীদ উল্লাহ। চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, প্রবাসী, সামাজিক ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।