মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উত্তরা ডক্টরস ক্লাবের সহযোগীতায় উপজেলার খিলা ইউপির পূর্ব বাতাবাড়িয়া গ্রামে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এ এলাকার প্রায় দুই সহস্রাধিক বাসিন্দা। মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থপেডিক্স, আই, ইএনটি, সাইক্রিয়াটিক ও মনোরোগসহ বিভিন্ন বিষয়ে এ ক্যাম্পে ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ প্রায় ৬০ জনের একটি মেডিকেল টিম দিনব্যাপী এ সেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ কার্যক্রমে রোগীদের বিভিন্ন বিষয়ে সহযোগীতা করেন ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। এখানে সেবা নিতে আসা তাহের, ফারুক, মরিয়ম, মাজেদা বেগমসহ বেশ কয়েকজন রোগীর সাথে কথা হলে সন্তুষ্টচিত্তে তারা বলেন, এখানে বিনা পয়সায় বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি। এমন সেবা জেলা শহর গিয়ে টাকা দিয়েও মেলে না। নিজ এলাকায় এমন ফ্রি চিকিৎসা সেবা চালুর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখার দাবী জানান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ও উপজেলার হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন তিনি নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন। একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে এত বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখছেন এ এলাকায় এমনটি এর আগে আর হয়নি। তিনি বলেন এটি চালু থাকলে এলাকার দুস্থঃ ও অসহায় রোগীদের পাশাপাশি সমাজ উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে কথা হলে উত্তরা ডক্টরস ক্লাবের কো-অর্ডিনেটর ডা. এএসএম শাহরিয়ার আহমেদ বলেন গতানুগতিক হেল্থ ক্যাম্পেইন থেকে এটি একটু আলাদা। এলাকার অসহায় মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অধিকাংশ বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। প্রান্তিক লেভেলের অসচ্ছল মানুষ যারা ইচ্ছে থাকলেও সাধ্যের বাহিরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন না, মূলতঃ তাদের জন্যই আমাদের এ আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুজন প্রমুখ।