স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলা শাখার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মরহুম সেলিম ভুঁইয়া’র স্মরণে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার বিকেলে দায়েমছাতী উচ্চ বিদ্যালয় ময়দানে শোক সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আলহাজ্ব মফিজুর রহমান ডিলারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি এস এম নাসির উদ্দিনের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহবুবুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, ঢাবির সাবেক ছাত্রনেতা মোঃ শোয়াইব খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অধ্যাপক খুরশিদ আলম, সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম জুয়েল, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি’ নেতা হুমায়ুন কবির দুলাল,মৌকারা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, পৌরসভা বিএনপি নেতা হাফেজ আব্দুর রাজ্জাক, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রফেসর জালাল আহমেদ মজুমদার, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন আল মাহমুদ কিরণ, বটতলী ইউনিয়ন বিএনপি নেতা জালাল আহমেদ, পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার, উপজেলা যুবদল নেতা মনির হোসেন মনির, সেলিম জাহাঙ্গীর মন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদল সভাপতি প্রার্থী মাহফুজুল্লাহ আলম, হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, আরাফাত রহমান কোকো সৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, হেসাখাল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল গফুর মেম্বার, ছাত্র নেতা মোঃ সৌরভ, মারুফ সহ প্রমখ। উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম ভূঁইয়াকে কে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে। তার শোক সভায় বক্তারা অনতি বিলম্বের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। প্রধান অতিথি আব্দুল গফুর ভূঁইয়া বলেন আমি সেলিম ভূঁইয়ার পরিবারের কে সর্বাত্মকভাবে সহযোগিতা করব,তার একমাত্র পুত্র সন্তান ও কন্যাদের পাশে থাকবো, এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বলেন,সেলিমের হত্যাকারীরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে, আপনারা সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে জনগণ থানা ঘেরাও কর্মসূচি দিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আপনাদের বাধ্য করবে।