নাঙ্গলকোট প্রতিনিধি
নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া উত্তর পাড়ায় পিতা-মাতা স্মৃতি কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাফেজা ছাত্রীদের বিদায় এবং নতুন ছাত্রীদের হিফজ ছবক এবং পুরষ্কার বিতরণী সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক কাজী মো. শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন মাস্টার মো. বাবুল, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, ছুপুয়া উত্তর পাড়া মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক হাফেজ মো. আবদুল জব্বার প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাহিনী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ¦ হাফেজ ছেরাজুল ইসলাম। সভাশেষে হাফেজা ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও উপটোকন প্রদান করা হয়।