এম এম ইউসুফ আলী
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেলে ফেনী জেলা জাতীয়তাবাদ ওলামা দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব হাফেজ আবু বকর সিদ্দিক ও যুগ্ন আহবায়ক এইচ এম এরফান উদ্দিন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায় শেখ ফরিদ বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপি’র সদ আমার উদ্দিন কাউসার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্য মাওলানা মোহাব্বত আলী মিল্লাত, ফেনী কোট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন, ফেনী জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মমিনুল হক জাদিদ,ফেনীর জেলা ওলামা দলের যুগ্ন আহবায় হাফেজ আরিফ,হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু আইয়ুব হেলালী, কেন্দ্রীয় ওলামা দলের ফাহাদ আল ফারুক, এমদাদুল হক মিয়াজি, আলহাজ্ব মোহাম্মদ ফারুক,মাওঃ ফিরোজ উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফেনীর ছয় উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১৮০ জন হাফেজ ছাত্ররা অংশগ্রহণ করেন। তাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে প্রথম গ্রুপ ১ থেকে ৫ পারা থেকে দশজন দ্বিতীয় গ্রুপ ১ থেকে ১০ পারা থেকে ১০ জন ও তৃতীয় গ্রুপ ১ থেকে ৩০ পারা থেকে ১০ জন কে, মোট ৩০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়। তাদের থেকে প্রত্যেক গ্রুপের তিনজন ছাত্রকে ফাস্ট সেকেন্ড থার্ড হিসেবে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয় এবং প্রতি গ্রুপের বাকিছাত্রদের ক্রেস্ট ও নগদঅর্থ উপহার দেওয়া হয়।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সকল ছাত্রদের সম্মাননা হিসেব ম্যাডেল পরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য ফেনী জেলা ওলামা দলের আয়োজনে জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করে পুরস্কার বিতরণ করায় ফেনী সর্বস্তরের মানুষের কাছে প্রশংসনীয় হয়।