নিজস্ব প্রতিবেদক
নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ আজ ২৬ ফেব্রুয়ারী একাডেমির সহকারী শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ আবদুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়ালের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আফজাল হোসাইন মিয়াজী, শংকুচাইল ডিগ্রি কলেজের প্রভাষক আলাউদ্দিন আজাদ, আইডিয়াল একাডেমি ও নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালক রায়হান মজুমদার, আইডিয়াল একাডেমির পরিচালক মুসলিমুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।