আহসান উল্যা
কুমিল্লা চৌদ্দগ্রামে কাউন্সিল অধিবেশন ছাড়াই বাংলাদেশ স্কাউট চৌদ্দগ্রাম উপজেলার কমিটি গঠন করা হয়েছে। এতে নিয়মের তোয়াক্কা করেনি শিক্ষা উপজেলা ও শিক্ষা প্রশাসন। অভিযোগ উঠেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন দুর্নীতিবাজ কিছু শিক্ষকের কথায় মনগড়া কমিটি গঠন করেছেন। যা নিয়ম বহির্ভূত।
জানা গেছে, স্কাউটের কমিটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গঠন করার নিয়ম রয়েছে। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই সম্পাদক, কমিশনার ও যুগ্ম সম্পাদক পদে কিছু শিক্ষক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটের বর্তমান এডহক কমিটি কাউন্সিল অধিবেশন না করেই একটি তালিকা জেলা স্কাউট কমিটির নিকট প্রেরণ করেছে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষক।
আবুল কাশেম নামে এক শিক্ষক অভিযোগ করেন, স্কাউটের নিয়ম ও গঠনতন্ত্র না মেনেই কয়েকজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে নিজেদের মনগড়া একটি কমিটি গঠন করেছেন। যা স্কাউটের জন্য লজ্জাজনক।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হলেও চৌদ্দগ্রামে স্কাউটের কোন সংস্কার হচ্ছে না। আশ-পাশের বিভিন্ন উপজেলায় কাউন্সিলের মাধ্যমে স্কাউটের কমিটি গঠন করলেও এখানে সে নিয়ম মানা হয়নি।
এ ব্যাপারে বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা বলেন, ‘আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সময় স্বল্পতার কারণে কাউন্সিল অধিবেশন ছাড়াই কমিটি গঠন করেছেন। ওনি বদলি হওয়ার পরেই আমরা ওই কমিটি বলবত রেখেছি’।