লাকসাম প্রতিনিধি
‘‘একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগত টলে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার ইকবাল নগর (খিলা) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ আন্তঃ পিকনিক, বিদায়ী শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।
গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার পদ্ধতির উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে অধ্যক্ষ বিশ^জিত চন্দ্র দাশ, জনাব বাহার. জনাব ছোয়াব, মোঃ কাামাল হোসেন, সদস্য গন উদ্যোগ জনাব জুয়েল, লাকসাম উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মন্টু, মোঃ ইসহাক মেম্বার বিএনপি, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি জনাব মোঃ হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন, সালাউদ্দিন, রুবেল, বাহার, ওবায়েদুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ড. বদিউল আলম মজুমদার বক্তব্যে বলেন, আমরা ভাল মানুষ হলে আমাদের দেশ ভাল হবে। এ প্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ইচ্ছা করলে সব কিছু করতে পারা যায়। লেখাপড়ায় মনযোগ হতে হবে। পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা থাকতে হবে। তোমরা সকলে ভাল ফলাফল করলে এ প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম বক্তব্যে বলেন, প্রথমে তোমাদের মা-বাবার কথা শুনতে হবে। মা-বাবাকে সম্মান করলে জীবনে তুমি উন্নতি লাভ করতে পারবে। শিষ্টাচার হতে হবে। শিক্ষকদের সাথে কখনও আচরণ খারাপ করবে না। পড়ালেখায় মনযোগ দিতে হবে। শিক্ষিত হলে চলবেনা সু-শিক্ষিত হতে হবে।
দিন্যবাপী অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত পরিবেশ করা হয়। পরে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। নাচ, নাটক ও আবৃত্তি পুরস্কার বিতরণ ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বকুল রানী নন্দী।