এম এম ইউসুফ আলী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাগরা গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন উপর গত ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে সন্ত্রাসী হামলা করেন একই গ্রামের ইসমাইল। এলাকাবাসী জানায় মাইন উদ্দিন উপর বাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী অন্যতম নেতা ইসমাইল ও ইসমাইল স্ত্রী সালমা আক্তার ইসমাইল ভাতিজা ছাত্রলীগ নেতা আকাশ এবং শাহিন ইসলাম মিঠু সহ কয়েক জন অস্ত্র ধরী সন্ত্রাসী চাপাতি,হকিস্টিক ও দেশীয় অস্ত্র সহ হামলা চালায় এতে মাইন গুরুতর অভাবে আহত হয়। ভুক্তভোগী মাইন উদ্দিন বর্তমান কুমিল্লা সরকারী মেডিকেল হসপিটালের আইসিওতে ভর্তি আছেন।
বাগরা গ্রাম বাসি জানায় এই ঘঠনা সম্পূন সেল্ডার নিতেন আলিয়ারা গ্রাম বাসিন্দা হানিফ মিয়া। নাঙ্গলকোট থান পুলিশ কর্মকর্তা সামরা বারুয়া বলেন এই ঘঠনার একটি মামলা হয়। আমরা আসমি ইসমাইল স্ত্রী সালমা আক্তার গ্রেফতার করেছি.বাকী গুলো আইনে আওতায় প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগী মাইন উদ্দিনের মা এবং মেয়ে আমাদের জানায় ওনাদের সম্পত্তির দখলের অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস ইসমাইল। এই সন্ত্রাসী ইসমাইলের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেন তার।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাথে যোগাযোগ করলে মেম্বার আফজাল জানায় এই ঘঠনার সম্পর্কে ওনাকে কেউ কিছু জানায় নাই।কিন্ত ২২ তারিখ শনিবার মাইন উদ্দিন এবং ইসমাইল জায়গা জমিন বিষয় দরবার হওয়ার কথা।
এই ঘটনার প্রধান আসামি ইসমাইল জানায় এলাকা বাসী পরিকল্পিত ভাবে তাকে ফাসানোর জন্য চেষ্টা করতেছে। গত ৭ দিন পূর্বে তার উপর হামলা করে মাইন উদ্দিন।