নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলীগন্জ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেকে কেটে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
জানা যায়,আদ্রা উত্তর ইউনিয়নের ইউরোপ,আমেরিকা,মধ্যেপাচ্যে কর্মরত জাতীয়তাবাদী প্রবাসীদের নিয়ে গত সাত বছর আগে এ সংগঠনটি গঠন করেন। এতে গোলাম মোস্তফা অডিটরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন নাঙ্গলকোটের সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এনাম ভূঁইয়া,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা গোলাম হোসেন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম মেম্বার ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ,সাবেক মেম্বার এনায়েত উল্ল্যাহ,ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক,পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী,ওয়ার্ড বিএনপি নেতা আসাদুজ্জামান বাহার,আদ্রা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির ভূঁইয়া,মোজহারুল ইসলাম স্বপন,নাসির হোসেন,যুবদল নেতা রবিউল হোসেন প্রমূখ।
প্রবাসী ফোরামের পক্ষে বক্তব্য রাখেন, মহিন, মিন্টু, নাসির হেসেন এতে উপস্থিত ছিলেন,রবিউল হোসেন,নাছির হোসেন,ফখরুল হোসেন, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান।