নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লা নাঙ্গলকোটে পরকীয়ার আসক্ত হয়ে নিজের সাজানো সংসার রেখে পালিয়ে গেলেন দু সন্তানের জননী সানজিদা ইসলাম অনি। সে পরিবার পরিকল্পনার বাঙড্ডা অফিসের মাঠ কর্মী এবং বাঙড্ডা ইউপির নুরপুর গ্রামের আমির হোসেন ভুইয়ার বড় মেয়ে।
অনি গত ২১ নভেম্বর তার ১৩ বছরের ছেলে কে রেখে ৪ বছরের কন্য সন্তান নিয়ে প্রেমিক বিল্লাল হোসেনের হাত ধরে পালিয়ে যায়। এ সময় নগদ ৮ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণঅলংকার সহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে , গত প্রায় ১৫ বছর আগে একই উপজেলা জোড্ডা ইউপির পানকরা গ্রামের কামরুল হাসান ভূইয়ার সাথে সামাজিক ভাবে বিয়ে হয় অনির। দাম্পত্য জীবনে ১৩ বছর ও ৪ বছরের ২ টি সন্তান রয়েছে। এরি ধারাবাহিকতায় অনির স্বামী নিজ খরছে অনিকে দশম শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করান। এবং স্বাধীন ভাবে চলাফেরা করার সুযোগ দেন। এছাড়াও অনির পরিবারে উপার্জন করার কেউ না থাকায় শশুর বাড়ির সকল খরচ অনির স্বামীকে বহন করতে হতো। কারন অনির মা অনির বাবাকে ঘরজামাই হিসেবে রেখেছিলেন। পরে বিশেষ সুপারিশের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়া হয় তার স্বামী । এরপর থেকেই অনির আর সংসারে মন বসাতে পারিনি পরপুরুষে আসক্ত হয় সে দীর্ঘদিন পরকীয়া প্রেম চালিয়ে যায় সে। এ নিয়ে অনির শ্বশুর বাড়ির লোকজন ও তার স্বামীর কাছে একাধিকবার হাতেনাতে ধরা পড়ে।
এ ঘটনায় অনির মা লাভলী আক্তার নিজের জিম্মায় ঘটনার মিটমাট করলেও থেমে থাকেনি অনি। আবারও তার অসামাজিক কার্যকলাপ ও তার কাছে পাওয়া গোপ্ত মোবাইল ফোন ধরা পড়ে। এ ঘটনায় লজ্জায় প্রায় ২ বছর আগে বিষ পান করে অনি। এতে অনির স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে চিকিৎসা করান তাকে। পরবর্তীতে দীর্ঘদিন ধরে অনিকে ঢাকা পিজি হাসপাতালে মানিসিক বিভাগের ভর্তি রেখে চিকিৎসা করান তার স্বামী। এরপর ভালোই চলছে সংসার জীবন। হঠাৎ অনির আরেকজন প্রবাসী প্রেমিক দেশে আসলে আবারো পুর্বের আলামত লক্ষ করে স্বামীর পরিবারের লোকজন। সে সুবাদে তার স্বামী এলাকার বাহিরে থাকায় সানজিদা ইসলাম অনি গত ২১ নভেম্বর ছেলে বাচ্ছাকে রেখে কন্যা সন্তান নিয়ে তার প্রেমিক বিল্লাল হোসেসে সাথে পালিয়ে যায়। দুবাই প্রবাসী বিল্লাল হোসেন একই উপজেলার আশার কোটার শিবপুর গ্রামের সামছুল আলমের ছেলে। তার স্ত্রী ও দুটি পুত্র সন্তান রয়েছে। পরে জানা গেছে সেই প্রেমিক অনিকে রেখে দশ পনের দিন পর আবারও দুবাই চলে যায়। অনিদের মতো এ সমস্থ ঘটনার জেরে কয়েকটি পরিবার দংশ হচ্ছে, নষ্ট হচ্ছে সমাজ ব্যবস্থা।