এম এম ইউসুফ আলী
কুমিল্লার নাঙ্গলকোটের কৃতি সন্তান আবু তালেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূতাপেক্ষ সচিব পদে পদোন্নতি পাওয়ায় নিজ গ্রাম কেন্দ্রা বাসির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় গ্রাম বাসির মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক মাস্টার আব্দুল করিম, প্রফেসর আবু আহমেদ,শেখ আহমেদ, আবুল হোসেন, আব্দুল মতিন, অধ্যাপক আবুল কাশেম, মোহাম্মদ আবু জাফর, আব্দুল মান্নান মনু, ইমরান হোসেন, আবুল কালাম, মেজবাউল আলম,ওমর ফারুক,আজিম উদ্দিন, রিপন, হাসিব, জিয়াউল হক, মোহম্মদ হানিফ,শাহজাহানসহ প্রমুখ।
উল্লেখ্য সচিব পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ আবু তালেব নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের মরহুম মাস্টার আবুল হাসেমের পঞ্চম সন্তান।ইতোপূর্বে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব পদে দায়িত্ব পালন করেন।
গ্রামবাসী তাকে ফুল দিয়ে বরণ করে সম্মানিত করায় তিনি নিজ গ্রাম বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।