চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের কৃতি সন্তান ইউসুফ ভূঁইয়া পাভেল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাউথ আফ্রিকা (উত্তর) শাখা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। গত ২২ শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে ৯নং যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়। এর আগে সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।
ইউসুফ ভূঁইয়া পাভেল বলেন, আমাকে সাউথ আফ্রিকা (উত্তর) শাখার যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।