• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

সেদিন জামায়াত নেতারা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন -ডা. শফিকুর রহমান

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

রাশেদ হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সব ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যারা কোনও অন্যায়ের সঙ্গে আপসিত না হয়ে, হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।’

সাংগঠনিক সফরে লক্ষ্মীপুর যাওয়ার পথে লাকসামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি বক্তব্য রাখেন।

এ সময় তিনি আরও বলেন, ‘কোরআন ও সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সব মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনও অন্যায়ের সঙ্গে আপস বা মাথানত নয় বরং অন্যায় যেখানে, আমাদের সংগ্রাম সেখানে।’

পথসভায় বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দি জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা