মাওলানা মোঃ ইউসুফ আলী
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনীয়া হামিদীয়া কমপ্লেক্সে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার ছারছীনা দরবার শরীফের সদ্য মরহুম বাহারে শরীয়ত ও তরিকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মোহেব্বুল্লাহ রহমাতুল্লাহি আলাইহের স্মরণে ও চারিজানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আশিকে রসুল মুফতিয়ে আজম ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহার হযরত মাওলানা মোস্তফা হামিদী রহমাতুল্লাহি আলাইহের নবম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে ছাওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মুফতিয়ে আজম মুস্তফা হামিদী রহমাতুল্লাহি আলাইহের ছোট সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা জালাল উদ্দিন হামিদীর সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের বর্তমান আলা হযরত পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী।
মাহফিলে হুজুর কেবলার সঙ্গী ওলাৌোয়ে কেরাম সহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম তাকরির শেষ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা বোরহান উদ্দিন সালেহী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দীন মনিরী,মাওলানা আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব হযরত মাওলানা কামাল উদ্দিন হামিদী,মাওলানা মোহাম্মদ ইউসুফ মোল্লা, মাওলানা মোঃ নিজাম উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম সহ প্রমুখ উলামায়ে কেরাম।
মাহফিলে হুজুর কেবলাকে মরহুম মোস্তফা হামিদী রহমাতুল্লাহি আলাইহের পরিবার ও দরবারের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং হুজুর কেবলার হাতে মানপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
পীর সাহেব কেবলার আখেরি মোনাজাতের পূর্বে মাহফিলে আগত সবার হাতে তবারুক পৌঁছে দেওয়া হয়।
ছারছীনা দরবার শরিফের হযরত পীর সাহেব কেবলা’ উপস্থিত হয়ে প্রথমে মরহুম মোস্তফা হামিদী রহমতুল্লাহি আলাইহের মাজার শরিফ জিয়ারত করেন।