• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডিরেক্টর নাছির উদ্দীন মানিক বিরুদ্ধে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক লাকসামে আ’লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ মনোহরগঞ্জে নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে ইফতার মাহ্ফিল মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-২ মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে- সফিকুর রহমান স্থানীয় ক্ষুদ্র চাষীসহ বিপাকে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকায় নিমসার বাজার ইজারা! কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ
ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডিরেক্টর নাছির উদ্দীন মানিক বিরুদ্ধে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক লাকসামে আ’লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ মনোহরগঞ্জে নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে ইফতার মাহ্ফিল মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-২ মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে- সফিকুর রহমান স্থানীয় ক্ষুদ্র চাষীসহ বিপাকে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকায় নিমসার বাজার ইজারা! কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাকসামে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

লাকসাম প্রতিনিধি
দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা বলে, যুগান্তর মানুষের মাঝে দেশপ্রেমের প্রেরণা জোগায়। পত্রিকাটি সৃষ্টিলগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে লাকসাম পৌর অডিটোরিয়ামে তৃতীয় তলায় যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে তারা আরও বলেন,যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক।দৈনিক যুগান্তরের মতো একটি নিরপেক্ষ পত্রিকা প্রকাশ করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন।যুগান্তর অত্যন্ত দায়িত্বশীল লেখনীর মাধ্যমে দেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।একটা পত্রিকা টানা ২৫ বছর সাফল্য ধরে রাখা সহজ বিষয় নয়। যুগান্তর নিরপেক্ষতা বজায় রাখার কারণে তা সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগান্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এবারের রজতজয়ন্তী উৎসবে সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি। নতুন সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের হাত ধরে যুগান্তর আরও সমৃদ্ধ গণমাধ্যমে রূপান্তর হবে।
লাকসাম-মনোহরগঞ্জ ও পৌরসভার বিশিষ্টজনরা যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানাতে লাকসাম পৌর অডিটোরিয়ামে ছুটে আসেন। বিএনপি-জামায়াত ছাত্রদল যুবদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়া মাদকবিরোধী সংগঠন, আইনজীবী, চিকিৎসক, কবি ও সাহিত্যিক সহ নানা পেশার লোকজন পৌর অডিটোরিয়ামে এসে যুগান্তরের রজতজয়ন্তীতে অংশগ্রহণ করেন। পরে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়। সবশেষ যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধির এম.এ মান্নানের সভাপতিত্বে ও লাকসাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় রজতজয়ন্তী উৎসবের উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন সহ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম,বাংলাদেশ জামায়েত ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড.একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়িক ও রাজনীতিবিদ গোলাম ফারুক, লাকসামে গুম হওয়ার বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের সন্তান শাহরিয়ার কবির রাতুল, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কদ্দুস, বর্তমানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন মশু, আবদুর রহিম, খোরশেদ আলম, হারুন রশীদ, টি আর হারুন, লাকসাম-মনোহরগঞ্জ দুই উপজেলার কর্মরত সাংবাদিক।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা